November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

দেশের দুই বৃহৎ সরকারি প্রতিষ্ঠানের গঙ্গাপ্রাপ্তি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

শেষ পর্যন্ত আশংকাই সত্যি হল।দেশের দুই বৃহৎ সংস্থাকে বেসরকারিকরণের সিদ্ধান্তে সরকারি সিলমোহর দিল ভারত সরকার। একই সিদ্ধান্তের প্রতীক্ষায় রয়েছে আরো কিছু সরকারি প্রতিষ্ঠান। বিরোধীরা জেক কটাক্ষ করে বলছেন ‘দেশ বেচার অপেক্ষা ‘।

প্রসঙ্গত এদিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়া ও তেল কোম্পানি ভারত পেট্রোলিয়াম করপোরেশনকে আগামী বছরের শুরুতেই বেসরকারি হাতে তুলে দেয়ার কথা ঘোষণা করেছেন।

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, ‘আমরা এই দুই কোম্পানি নিয়েই অগ্রসর হচ্ছি। আশা করছি, সব কাজ চলতি বছরের মধ্যে শেষ করে আমরা কোম্পানি দুটি বিক্রির পথে অগ্রসর হবো। বাকিটা নির্ভর করবে পরিস্থিতির ওপর।’

এমন এক সময়ে নির্মলা সীতারমণ সরকারের এমন সিদ্ধান্তের কথা জানালেন যখন এয়ার ইন্ডিয়া প্রায় ৫৮ হাজার কোটি ঋণের বোঝায় জর্জরিত। গত বছর রাষ্ট্রায়ত্ত ওই বিমান পরিবহন সংস্থাটির ৭৬ শতাংশ শেয়ার বিক্রি ঘোষণা করে ভারত সরকার। তবে তাতে দেশটির বিনিয়োগকারীদের সাড়া মেলেনি।

বিনিয়োগকারীদের অভিযোগ ছিল ৭৬ শতাংশ শেয়ার বিক্রি হলেও বাকি ২৪ শতাংশ শেয়ারের মালিকানা থাকবে সরকারের হাতে। তাই সরকার সংস্থাটির ওপর নিয়ন্ত্রণ জারি রাখাসহ নানাভাবে হস্তক্ষেপ করতে পারে। এমন শঙ্কার কারণে তাই তারা এয়ার ইন্ডিয়ার শেয়ার ক্রয়ের ব্যাপারে আগ্রহ দেখায়নি।

তবে অর্থমন্ত্রী বলেছেন, বিনিয়োগকারীদের মধ্যে এখন এয়ার ইন্ডিয়া নিয়ে ব্যাপক আগ্রহ আছে। কৌশল বদলে শেয়ার বিক্রির আগে রোড শো-র মাধ্যমে সম্ভাব্য বিনিয়োগকারীদের আকৃষ্ট করাসহ তাদের উদ্বেগ দূর করার ব্যবস্থাও নেবে সরকার।

সরকার অক্টোবরে ভারত পেট্রোলিয়াম করপোরেশনের ৫৩ দশমিক ২৯ শতাংশ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। তাতে সায় দেয় কোম্পানিটির কর্মকর্তারা। বাজারে কোম্পানিটির মূলধন এখন ১.০২ লাখ কোটি । সরকার সেখান থেকে শেয়ার বিক্রি করে ৬৫ হাজার কোটি পাওয়ার আশা করছে।

Related Posts

Leave a Reply