চীনকে করা বার্তা দিতে লাদাখ সীমান্তে ভয়াবহ যুদ্ধবিমান মোতায়েনের সিদ্ধান্ত নিলো ভারত
কলকাতা টাইমস:
গলওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে সংঘর্ষের পর চীনের একগুঁয়েমীতে যথেষ্ট বিরক্ত ভারত।এবার চীনকে করা বার্তা দিতে বিশ্বের সর্বাধুনিক এবং ভয়াবহ যুদ্ধবিমান লাদাখ সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিলো ভারত। প্রসঙ্গত, ইতোমধ্যে সেখানে মিরেজ ২০০০, সুখোই ৩০, মিগ-২৯ এর মতো ফাইটার জেট মোতায়েন করেছে ভারত। ফরোরার্ড বেস থেকে সেই সব বিমান অবিরত চক্কর কাটছে সীমান্তবর্তী আকাশে।
রাফাল মোতায়েনের যাবতীয় পরিকল্পনা সেরে ফেলতে এই সপ্তাহেই আলোচনায় বসছেন ভারতীয় বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্তারা। আগামী ২২ জুলাই থেকে ২ দিন ধরে চলবে ওই বৈঠক। বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদুরিয়া উপস্থিত থাকবেন ওই বৈঠকে। প্রসঙ্গত এই মাসের শেষদিকেই ভারতে আসছে রাফাল জেট। এই যুদ্ধবিমান দ্রুত লাদাখে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা।