বিরাট সাফল্য: ২২ জন মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে হাতে পেলো ভারত
কলকাতা টাইমসঃ
আন্তর্জাতিক ক্ষেত্রে বড় ধরণের সাফল্য পেলো ভারত। মোস্ট ওয়ান্টেড ২২ জঙ্গিকে ভারতের হাতে তুলে মায়ানমার। জানা যাচ্ছে, ২২ জঙ্গির মধ্যে ১২ জন ইউএনএলএফ, প্রিপক, কাংলেই কেওয়াইকেএল এবং পিপলস লিবারেশন আর্মি অব মণিপুর নামক জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত। বাকি ১০ জন এনডিএফবি এবং কেএলওর সদস্য। জঙ্গিদের মূলত তুলে দেওয়া হবে মনিপুর এবং আসাম পুলিশের হাতে।
ভারতের দীর্ঘদিনের অনুরোধে অবশেষে সাড়া দিলো মায়ানমার। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক কতটা মজবুত হয়েছে এই ঘটনা তারই প্রমাণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ভারত-মায়ানমার সীমান্তের ১৬০০ কিলোমিটার এলাকা জুড়ে এই জঙ্গিরা ভারতের বিরুদ্ধে তাদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলো বলে খবর।