ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে ভারত: পেছনে চীন !
কলকাতা টাইমসঃ
ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে চলেছে ভারত। কারণ হিসেবে পেছনে দাঁড়িয়ে রয়েছে মূর্তিমান চীন। জানা যাচ্ছে ব্রহ্মপুত্র নদের উপরে বিশালাকার একটি ড্যাম তৈরি করে জলবিদ্যুৎ উৎপাদনের প্রকল্পের কাজ এবার আনুষ্ঠানিক ভাবে শুরু করতে চলেছে ভারতের প্রতিবেশী এই দেশ। যার ফলে আগামী দিনে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হওয়ার আশঙ্কা ভারত।
প্রথম থেকেই চীনের এই পরিকল্পনায় বাঁধা দিয়ে আসছে ভারত। এবার চীনের তরফে এই কাজ দ্রুত শুরু করার সিদ্ধান্ত পরিষ্কার জানিয়ে দিলো সেদেশের কমিউনিস্ট পার্টি। যার ফলে ভারতের সঙ্গে ফের বড়সড় বিবাদের সৃষ্টি হওয়ার আশংকা করছে বিশেষজ্ঞরা। ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরলীধরন জানান, ‘ব্রহ্মপুত্র নদ নিয়ে কূটনৈতিক স্তরে বহুবার বেইজিং-র সঙ্গে আলোচনা হয়েছে। চীনের তরফে নদীর গতিপথ পরিবর্তন না হওয়ার আশ্বাস দিলেও, চীনের কার্যকলাপের উপর কড়া নজর রাখছে ভারত।