চীন থেকে ৭০০ ভারতীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত ভারতের
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাসের আঁতুরঘর চীনের উহান প্রদেশ থেকে ৭০০ জন ভারতীয়কে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিলো ভারতীয় বিদেশ মন্ত্রক। আজ কেন্দ্রীয় সরকারের তরফে বিদেশ সচিব এস জয়শঙ্কর একথা জানান। আজ সাস্থ মন্ত্রকের এক কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, যুদ্ধকালীন তৎপরতায়ফিরিয়ে নিয়ে আসা হবে তাদের। এর জন্য চিহ্নিত করা হয়েছে একটি বিশেষ বিমান।
শুধু উহান নয় এর পর গোটা চীন থেকেই ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার চিন্তা ভাবনা করছে ভারত সরকার। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, এই বিপুল মানুষকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাদের আইসোলেটেড করে রাখার মতন পরিকাঠামো তৈরী করতে পারবে ভারত সরকার? একই সঙ্গে যে রোগের কোনো চিকিৎসাই নেই তার সঙ্গে যুঝবেন কি করে এদেশের চিকিৎসকরা?