৩৫ বছরের পুরোনো ২৪টি সেকেন্ডহ্যান্ড ‘মিরাজ-২০০০’ কিনছে ভারত
কলকাতা টাইমসঃ
রাফায়েল বিমানের পাঁচ ভাগের এক ভাগ দামে ১৪ টি সেকেন্ডহ্যান্ড যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বিমানবাহিনী। জানা যাচ্ছে ফরাসি বিমানবাহিনীর ব্যবহৃত ২৪টি ‘মিরাজ-২০০০’ যুদ্ধবিমান কিনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার। প্রত্যেকটি বিমানই ‘সেকেন্ড হ্যান্ড’।
ফরাসি বিমানবাহিনীর ব্যবহৃত এই ২৪টি মিরাজ যুদ্ধবিমানের দাম পড়বে ২৩৫ কোটি টাকা। অর্থাৎ একটি রাফাল যুদ্ধবিমানের দামের পাঁচ ভাগের এক ভাগেই হাতে আসবে ২৪টি মিরাজ। রাফালের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনেরই তৈরী এই ‘মিরাজ-২০০০’। ৩৫ বছর আগে রাজীব গান্ধীর আমলে এগুলি কেনা হয়। বিমানবাহিনী সূত্রে জানা গেছে, এখনো পর্যন্ত মিরাজ-২০০০ বিমানগুলোর ‘পারফরম্যান্স’ যথেষ্ট ভালো। কিছু আধুনিকীকরণ করা হলে তা বেশকিছু বছর যথেষ্ট কার্যকর থাকবে।