হিন্দিকে প্রাধান্য দিয়ে এক নতুন শিক্ষানীতি আনতে চলেছে ভারত ! – KolkataTimes
May 9, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

হিন্দিকে প্রাধান্য দিয়ে এক নতুন শিক্ষানীতি আনতে চলেছে ভারত !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

কেন্দ্রীয় সরকার হিন্দিকে প্রাধান্য দিয়ে নতুন শিক্ষানীতি প্রণয়নের পরিকল্পনা করছে। অল ইন্ডিয়া কাউন্সিল অব টেকনিক্যাল এডুকেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন প্রতিমন্ত্রী সত্যপাল সিং এই নতুন শিক্ষানীতি প্রণয়নের কথা জানিয়েছেন। তিনি বলেন, ১৮৩৫ সালে শিক্ষানীতি চালু হওয়ার সময় লর্ড ম্যাকুলে বলেছিলেন, ভারতীয়রা শুধু চেহারা এবং রক্তেই ভারতীয় থাকবে, কিন্তু ভাবনাচিন্তায় হবে ব্রিটিশ। আমরা মাতৃভাষায় কাজকর্ম করার কথা বলি বটে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না।

এ ব্যাপারে সত্যপাল আরও বলেন, দেশের সেই নেতা কারা, যারা হিন্দিকে গুরুত্ব দেননি? দ্রুত এক নয়া শিক্ষানীতি আসছে। এটি খুব দুর্ভাগ্যজনক যে, ইংরেজি না জানার জন্য অনেকে হীনমন্যতায় ভোগেন। মায়ের মতো নিজের ভাষাও বদলানো যায় না। অনুষ্ঠানে মন্ত্রী হিন্দিতে লেখা প্রযুক্তিগত শিক্ষার সেরা বইপত্রের লেখকদের পুরস্কৃত করেন।

 

Related Posts

Leave a Reply