ভয়াবহ চিকিৎসক সংকটের মুখে পড়তে চলেছে ভারত !
কলকাতা টাইমসঃ
গোটা বিশ্ব তাকিয়ে দেখছে ভারতের ভয়াবহ করোনা পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ রেকর্ড গড়ে ৩,৭৮৬ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতেই ভয়াবহ এক আশংকার কথা জানালেন ভারত তথা বিশ্বের শীর্ষস্থানে থাকা কার্ডিয়াক সার্জেন ডক্টর দেবী শেঠি। তার মতে এবার ভয়াবহ চিকিৎসক এবং সাস্থকর্মীর সংকটের মুখে পড়তে চলেছে ভারত।
দেবী শেঠি জানান, অক্সিজেন সংকটের পর আগামী দিনে এবার চিকিৎসক ঘাটতির ভয়াবহ সংকটের মুখে পড়তে চলেছে দেশ। সম্প্রতি এই ভয়াবহ আশঙ্কার কথা জানান ডা. দেবী শেঠি জানান, অক্সিজেন সমস্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছলে আইসিইউতে রোগীদের মৃত্যু মুখ থেকে ফেরানোর জন্য এক সময় চিকিৎসক এবং নার্স পাওয়া যাবে না।
তার মতে, কোভিডের প্রথম পর্যায় থেকে কাজ করা চিকিৎসকরা আজ মানসিকভাবে ক্লান্ত। অনেকের মৃত্যু হয়েছে, অনেকে সংক্রমিত। আমাদের দ্রুত ২ লক্ষ নার্স এবং দেড় লক্ষ ডাক্তার তৈরি করতে হবে যা পরবর্তী এক বছরের জন্য কোভিড মোকাবেলা করবেন। দেশের বিভিন্ন নার্সিং স্কুল ও কলেজগুলোতে প্রায় ২.২০ লক্ষ নার্স চূড়ান্ত পরীক্ষার অপেক্ষায়। এদের কোভিড আইসিইউতে কাজে লাগানো যায়।