ভারতে রেকর্ড গতিতে এগিয়ে চলেছে করোনা
কলকাতা টাইমসঃ
ভারতে রেকর্ড গতিতে এগিয়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। উল্যেখ্য, আজ ১ আগস্ট থেকেই দেশজুড়ে শুরু হয়েছে আনলক-৩। করোনা আক্রান্তের সংখ্যা আপাতত ১৭ লাখ ছুঁই ছুঁই। স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৫৭,১১৮ জন নাগরিক। প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে দেশ। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬,৯৫,৯৮৮ জন। গত ৩’দিনে আক্রান্ত হয়েছেন দেড় লক্ষ মানুষ।
গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭৬৪ জনের। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬,৫১১। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১০,৯৪,৩৭৪ জন। এশিয়ায় আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে ভারত। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ৫ লক্ষ ২৫ হাজার। সব মিলিয়ে সংখ্যাটা ১,৯৩,৫৮,৬৫৯। দেশের মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাডু এবং দিল্লি।