ভারত নিরাপদ নয়, তাই সেখানে ফিরছি না -জাকির নায়ক
কলকাতা টাইমসঃ
খবর ছড়িয়েছে, ভারতে ফিরছেন ড. জাকির নায়ক। এই খবরের প্রতিক্রিয়ায় ড. জাকির নায়েক জানাচ্ছেন, এই মুহূর্তে আমি ভারতে ফিরছি না। ভারত এখন আমার জন্য নিরাপদ নয়। যদি কখনো মনে করি ভারত সরকার আমার সঙ্গে সঠিক বিচার করছে তখনই আমি দেশে ফিরব। জাকির নায়েক বুধবার ভারতে ফিরতে পারেন, এমনটাই খবর ছিল সংবাদমাধ্যমের কাছে। মালেশিয়া থেকে এদিন ভারতের উদ্দেশ্যে পাড়ি দেবেন তিনি। এই খবর ছড়ানোর পরেই দেশে ফেরার কথা অস্বীকার করেন জাকির নায়েক।
২ বছর আগে বাংলাদেশে হলি আর্টিজানে জঙ্গি হামলার পর আলোচনার কেন্দ্রে উঠে আসেন এই ধর্মপ্রচারক। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, তার বক্তব্য শুনেই নাকি উৎসাহ পেয়েছে জঙ্গিরা। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয় পিস টিভির সম্প্রচার। ভারতেও ব্যাপক সমালোচনায় মুখে তিনি দেশ ছেড়ে আশ্রয় নেন মালয়েশিয়ায়।