বিশ্বের ষষ্ঠ ধনী দেশ হিসেবে উঠে এলো ভারতের নাম
নিউজ ডেস্কঃ
তথ্যপ্রযুক্তি, মিডিয়া, শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি সাধন করেছে ভারত। আর এর ফলস্বরূপ বিশ্বের ধনী দেশগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছে ভারতের নাম। দেশের মোট সম্পদের মূল্য ৮,২৩০ বিলিয়ন মার্কিন ডলার। গত ১০ বছরে ভারতের তথ্যপ্রযুক্তি, মিডিয়া, শিক্ষাক্ষেত্রে ২০০ শতাংশ লাভ বেড়েছে।
সম্প্রতি এশিয়া ব্যাংক গ্লোবাল ওয়েলথ মাইগ্রেশন রিভিউয়ের সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে। তালিকায় বিশ্বের শীর্ষ ধনী দেশ হিসেবে স্থান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যাদের সম্পদের মূল্য ৬২,৫৮৪ বিলিয়ন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চীন, যাদের সম্পদের মূল্য ২৪,৮০৩ বিলিয়ন ডলার। তৃতীয় জাপান। তাদের সম্পদের মূল্য ১৯,৫২২ বিলিয়ন ডলার।
প্রথম ১০ দেশের তালিকায় এছাড়াও রয়েছে ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স ও ইতালি। আগামী দিনগুলোতে চীন অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে বলে দাবি করা হয়েছে এই সমীক্ষায়। দেশের সব মানুষের মোট সম্পদের পরিমাণ মিলিয়ে এই মূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ টাকা, ব্যবসা, সম্পত্তি ইত্যাদি। তবে সরকারি সম্পত্তি ধরা হয়নি এই হিসেবে।