রকেট লঞ্চার থেকে মিনিটে ২০০ মিসাইল ছুড়লো ভারত !
নিউজ ডেস্কঃ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-পাকিস্তান সীমান্ত। চীনর সঙ্গেও সময়টা ভালো যাচ্ছে না ভারতের। অন্যদিকে, পাকিস্তানকে নানাভাবে সামরিক ক্ষেত্রে সাহায্য করছে চীন। তাই এমন পরিস্থিতিতে সতর্ক অবস্থানে রয়েছে ভারত।
সামরিক অস্ত্রের পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রেও উন্নত হয়ে ওঠার চেষ্টা করছে ভারত। দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির পাশাপাশি আরও অত্যাধুনিক সমরাস্ত্র কেনা হচ্ছে বিদেশ থেকে। যার মধ্যে অন্যতম রকেট লঞ্চার। এছাড়া মিসাইল থেকে শুরু করে যুদ্ধবিমান, ট্যাংকও রয়েছে। পাশাপাশি মিসাইল থেকে শুরু করে একাধিক সমরাস্ত্রের পরীক্ষাও চালাচ্ছে ভারতীয় সেনা। তেমনই একটি ভিডিও সম্প্রতি বাইরে এসেছে।
সেখানে দেখা যাচ্ছে, একসঙ্গে ভারতীয় সেনার রকেট রেজিমেন্ট প্রায় একাধিক রকেট লঞ্চার থেকে প্রতি সেকেন্ডে মিসাইল ছুঁড়ছে। তথ্য অনুযায়ী, এক মিনিটে ২০০টি মিসাইল ছোঁড়া হয়েছে। জানা গেছে, পাকিস্তান সীমান্ত ঘেঁষে পোখরান রেঞ্জ থেকে এই মিসাইলের পরীক্ষা চালানো হয়েছে।