January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক সম্মেলনে যোগ দিচ্ছেনা ভারত 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পাকিস্তানে অনুষ্ঠিত সার্ক সামিটে যোগ দিতে নিজের অনিচ্ছার কথা নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নেপালের প্রধানমন্ত্রীকে এই অনীহার কথা জানিয়ে নরেন্দ্র মোদি বলেন, বর্তমান পরিস্থিতিতে সার্ক সম্মেলনে যোগ দেওয়া কঠিন।

নেপাল ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের বিষয়ে নয়াদিল্লিতে সাংবাদিকদের একথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিজয় গোখলে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে সন্ত্রাসবাদী হামলায় পাকিস্তানের যুক্ত থাকার অভিযোগ তুলে সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার ইচ্ছে প্রকাশ করে ভারত। পরে একে একে বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাও ভারতের পদাঙ্ক অনুসরণ করে। ফলে আটকে যায় ইসলামাবাদের সার্ক সম্মেলন। এদিকে নেপাল চলতি বছরের শেষদিকে বিসমটেক সম্মেলন আয়োজনে প্রস্তুত বলে মোদিকে জানিয়েছেন অলি।

 

Related Posts

Leave a Reply