একযোগে চীন এবং পাকিস্তান আক্রমণের পথে ভারত !
কলকাতা টাইমসঃ
‘বিস্তারবাদীদের যুগ শেষ। তাদের আর কোনো জায়গা নেই। এখন বিকাশবাদীদের এগিয়ে চলার সময়। যারাই বিস্তারের চেষ্টা করেছে, তারাই শেষ হয়েছে।’ আজ গালওয়ান পরিস্থিতি খতিয়ে দেখতে চীনকে চমকে দিয়ে সীমান্তে হাজির হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সেখানেই ইঙ্গিতে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে একযোগে বার্তা দিলেন। বুঝিয়ে দিলেন ভারত অধিকৃত যেসমস্ত অঞ্চল বেহাত হয়েছে সেগুলো উদ্ধার করার দিকেই এবার বিশেষ নজর দিতে চলেছে ভারত সরকার। প্রয়োজনে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে একযোগে আক্রমণের পথে ভারত হাটতে পারে বলে মনে করছেন অনেকেই।
এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি নজর রাখবে বিভিন্ন চীনা কোম্পানিগুলো। কারণ এখনও পর্যন্ত ভারতীয় ভূখন্ডের প্রায় ৩৮ হাজার বর্গকিলোমিটার এলাকা চীনের দখলে রয়েছে। একই সঙ্গে ভুগতে হবে পাকিস্তানকেও। তারা পাক অধিকৃত কাশ্মীর সহ শাক্সম ভ্যালি থেকে চীন পর্যন্ত ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা তাদের দখলে রয়েছে।