January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

১৬ জুন ভারত-পাকিস্তান মহারণ ! 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামী বছরের ৫ জুন বিশ্বকাপ অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে ভারত খেলবে ১৬ জুন। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্তা মঙ্গলবার এই খবর জানিয়েছেন।

লন্ডনে ২০১৯ বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। বিসিসিআই চাইছে আইপিএল ফাইনাল শেষ হওয়ার পর অন্তত ১৫ দিন সময় রাখতে। যাতে ক্রিকেটাররা তরতাজা হয়ে বিশ্বকাপে খেলতে যেতে পারে। আইসিসির কার্যকরী কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্তই গৃহীত হয়েছে গতকাল।

আগামী বছর আইপিএল শুরু হবে ২৯ মার্চ। ফাইনাল হবে ১৯ মে। বিশ্বকাপ শুরু হবে ৩০ মে। প্রথমে ঠিক ছিল ৪ জুন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে ভারত। কিন্তু ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর ১৬ জুন ম্যাঞ্চেস্টারে হবে ক্রিকেটের মহা ডার্বি। এর আগে ২০১৫ বিশ্বকাপ ও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। দু’‌বারই জিতেছিল ভারত। বিশ্বকাপে একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।

 

Related Posts

Leave a Reply