January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

মাত্র ৮ বছরেই ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি হিসাবে ইউনাইটেড কিংডমকে ছাপিয়ে গিয়েছে ভারত । যা দেশের বড়সড় সাফল্য হিসাবেই দেখছেন অর্থনীতিবিদরা। এরপর থেকেই বিশেষজ্ঞরা বলছেন যে, ২০৩০ সালের মধ্যে ভারত বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। উল্লেখ্য, ২০১৯ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার ভারত অর্থনীতির দিক থেকে ইউকে-কে পিছনে ফেলে দিয়েছে।

এই বিষয়ে দেশের প্রাক্তন প্রধান অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ বিরমানি বলেছেন, ‘ভারত নিজেদের শক্তির মাপকাঠিতে ক্রমশ এগিয়ে চলেছে এবং আমার ধারণা, ২০২৮-৩০ সালের মধ্যে আমরা বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হব। বর্তমানে যেভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, তাতে আরও উপরে উঠে আসা এমন কোনও কষ্টসাধ্য বিষয় নয়।’

ভিরমানি আরও বলেন যে, “দেশের অর্থনীতির সুদিন ফেরাতে এই ট্রেন্ডটি ভীষণই গুরুত্বপূর্ণ। এর ফলে ভারতের বিদেশী নীতিও অনেকটা প্রভাবিত হবে। একইসঙ্গে এই নতুন ভারত নিয়ে বহির্বিশ্বের ধারণাও বদলাবে। আমরা বিভিন্ন সঙ্গে সাথে কীভাবে আচরণ করি এবং এটি ভারত নিয়ে বিভিন্ন মানুষের ধারণাকে প্রভাবিত করবে। গত ২০-৩০ বছরে সবাই দেখেছে যে আমরা চিনের চেয়ে কতটা পিছিয়ে আছি। আশা করি এখান থেকে সেই পরিস্থিতি বদলাতে শুরু করবে।’

একইসঙ্গে মনে করা হচ্ছে, এই ঘটনার প্রভাব ইউনাইটেড কিংডমের ভোটেও পড়তে পারে। ভারতের অর্থনীতির ক্রমশ উন্নতি এবং যুক্তরাজ্যের অর্থনীতিকে একেবারে বিপর্যস্ত অভিহিত করে এক বিশেষজ্ঞের ব্যাখ্যা, এই ঘটনার রেশ যুক্তরাজ্যের নির্বাচনে বড়সড় প্রভাব ফেলতে পারে।

Related Posts

Leave a Reply