কাতার বিশ্বকাপে দর্শক সংখ্যার বিচারে শীর্ষ সারিতে ভারত
কলকাতা টাইমসঃ
এবারের কাতার বিশ্বকাপে দর্শক সংখ্যার বিচারে শীর্ষ সারিতে ভারত। জানা যাচ্ছে, ফুটবল পাগল ভারতীয়দের একটা বড় অংশই দীর্ঘ পথ পাড়ি দিয়ে পৌঁছে যায় আরব মহাদেশের দেশ কাতারে। সেদেশের বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে থাকা কাতার ফুটবল ফেডারেশন সূত্রে জানা যাচ্ছে, বিশ্বকাপ দেখতে কাতারে সবচেয়ে বেশি দর্শক এসেছেন সৌদি আরব, ভারত,আমেরিকা, ইংল্যান্ড এবং মেক্সিকো থেকে।
একইসঙ্গে তারা জানাচ্ছে, এবারের বিশ্বকাপ মাঠে বসে উপভোগ করেছেন মোট ৩৪ লক্ষ দর্শক। প্রসঙ্গত, কর্মসূত্রে প্রচুর ভারতীয় কাতারে বসবাস করেন, তাদের বেশিরভাগই কোনো না কোনো ম্যাচে মাঠে বসে খেলা দেখেছেন। গলা ফাটিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল সহ নিজের পছন্দের দলের হয়ে।