দিন প্রতি করোনা আক্রান্তের সংখ্যায় ১১ হাজার ছুঁই ছুঁই ভারত!
কলকাতা টাইমসঃ
দিন প্রতি করোনা আক্রান্তের সংখ্যায় ১১ হাজার ছুঁই ছুঁই ভারত! বিশেষজ্ঞদের ধারণা এমাসেই রাশিয়া এবং ব্রাজিলকে টপকে প্রবল প্রতিদ্বন্দ্বী আমেরিকার সঙ্গে টক্করে নামবে নরেন্দ্র মোদির দেশ। টানা ৯ দিন ৯ হাজারের কোটায় ব্যাটিং করার পর এবার ১০ হাজারের গন্ডি ছাড়িয়ে প্রবল বিক্রমে এগিয়ে চলেছে ভারত। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১০,৯৫৬ জন। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৩৯৬ জন মানুষের। আজ পর্যন্ত করোনায় আক্রন্ত হয়েছেন ২,৯৭,৫৩৫ জন। মৃত ৮,৪৯৮।
ভারতে এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন ১,৪৭,১৯৪ জন। চিকিৎসাধীন ১,৪১,৮৪২ জন। বিপর্যস্ত দেশগুলোর মধ্যে ভারতই একমাত্র দেশ যেখানে অ্যাক্টিভ আক্রান্তের থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের অংখ্যা বেশি।আক্রান্তের সংখ্যার নিরিখে ব্রিটেনকে টপকে আপাতত ৪ নম্বরে ভারত। প্রথম ৩ দেশ আমেরিকা, ব্রাজিল এবং রাশিয়া।