January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবার চীনকে ‘হেরোন’ এর জোরদার ধাক্কা  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সীমান্ত নিয়ে চীনকে টক্কর দিতে এবার নতুন তৈয়ারি শুরু করল ভারত । এজন্য শত্রুদের মোকাবিলায় নিজেদের ক্ষমতা বাড়াতে একশটি মিসাইলসহ হেরন ড্রোন বাড়াতে যাচ্ছে ভারতের প্রতিরক্ষা বাহিনী।

জানা গেছে, আকাশপথে শত্রুপক্ষকে আরো ধাক্কা দিতে অস্ত্র সম্ভার বাড়িয়ে শক্তি সঞ্চয়ের কাজে হেরোনকে লেসার বম্ব দিয়ে সাজানো থাকবে। অনেক দূর পর্যন্ত উড়তে সক্ষম এয়ার টু গ্রাউন্ড মিসাইল এবং অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল, ভারতীয় সেনাবাহিনী পাচ্ছে স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল।

অনেক বছর থেকেই ঝুলে আছে এই প্রস্তাব। তবে সাম্প্রতিক সময়ে ভারতের ওপর ক্রমাগত আক্রমণ বেড়েছে অনেক দেশের। ফলে ভারত প্রতিরক্ষাক্ষেত্র আরো শক্তিশালী করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

আপাতত লাদাখে হেরন ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে ভারতের বিমানবাহিনী। তবে আরো ড্রোন প্রয়োজন বলে জানানো হয়েছে। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে হেরন ইউএভি কেনার অনুমতি পাওয়া গেছে।

১০ কিলোমিটার উপরে ওড়ার ক্ষমতা সম্পন্ন হেরন টানা দু’দিনের বেশি সময় ধরে উড়তে পারে। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও কাজ করার ক্ষমতা রয়েছে হেরনের।

ভারতীয় বিমানবাহিনীর প্রজেক্ট চিতার আওতায় এই ড্রোন নিয়ে আসা হবে বলে জানানো হয়েছে। অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী স্পাইক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল কেনার অর্ডার দিতে যাচ্ছে ইসরায়েলকে। এর আগে, ভারতীয় সেনাবাহিনী ১২টি লঞ্চার ও ২০০টি স্পাইক মিসাইল হাতে পেয়েছে।

জানা গেছে ড্রোনের ঘাঁটি তৈরি করতে চীন সীমান্তে ৬০ একর জমি নিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কুমায়নের পান্তনগরে নেওয়া হচ্ছে সেই জমি। সেখানেই বানানো হবে ঘাঁটি।

এরই মধ্যে ভারতীয় সেনাবাহিনী, নৌ-বাহিনী এবং বিমানবাহিনীতে ব্যাপকহারে ব্যবহার করা হচ্ছে শক্তিশালী হেরন। টার্গেট অ্যাকুইজিশন ব্যাটারি যথেষ্ট উন্নত মানের। আপাতত লাদাখ সেক্টরে হেরন ড্রোন দিয়েই নজরদারি চালানো হচ্ছে।

Related Posts

Leave a Reply