করোনার উৎস খুঁজতে তদন্ত চাইলো ভারত
কলকাতা টাইমসঃ
করোনার উৎস খুঁজতে তদন্ত চাইলো ভারত। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পশে দাঁড়িয়ে কার্যত চিনের দিকেই অঙ্গুলিহেলন ভারতের। করোনার নিয়ে তদন্তের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালনা পর্ষদে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের তোলা প্রস্তাবে সায় দিলো ভারত সহ বিশ্বের প্রায় ১২০ টি দেশ। সেখানে করোনার উৎস সম্পর্কে তদন্তের দাবি জানানো হয়েছে।
প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই করোনা ছড়িয়ে পড়ে বিশ্বের বিভিন্ন দেশে। চীন এই ভাইরাস সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গোপন করেছে বলে দাবি করে আসছে আমেরিকা। যদিও চীন তা অস্বীকার করেছে। চীনকে চাপে রাখতে তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার জন্য বন্ধু দেশগুলোকে আহ্বান জানায় আমেরিকা। তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। অন্যদিকে তাইওয়ান নিজেদের স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বলেই দীর্ঘকাল দাবি করে আসছে।