সন্ত্রাস জননী পাকিস্তান সম্পর্কে বাংলাদেশকে ভারত যা বললো

কলকাতা টাইমস :
সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে ভারত । গত সপ্তাহে ওমানের রাজধানী ম্যাস্কটে (Muscat) বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয় শঙ্করের বৈঠক হয়। ওই বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে এই পরামর্শ দিয়েছেন বলে ভারতের বিদেশ মন্তকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন।
বৈঠকে এই প্রসঙ্গের অবতারণা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সার্ক অর্থাৎ সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের বৈঠক ডাকতে জয়শঙ্করকে প্রস্তাব দেওয়ায়। মহম্মদ ইউনুস সরকার গোড়া থেকেই সার্ক পুনর্জীবনে উদ্যোগী হয়েছে। ২০১৬ সাল থেকে আঞ্চলিক সহযোগিতার ওই মঞ্চ নিষ্ক্রিয় হয়ে আছে। সার্কের সদস্য দেশগুলি হল ভারত-বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা। সার্ক নিষ্ক্রিয় হওয়ার পাশাপাশি সক্রিয় হয়েছে বিমস্টেক। আগামী এপ্রিল মাসে ব্যাঙ্ককে বিমস্টেকের পরবর্তী সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের বৈঠক হওয়ার কথা।
ইউনূস সার্ক পুনরুজ্জীবন প্রস্তাব নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে ইতিমধ্যে দুদফা বৈঠক করেছেন। পাক প্রধানমন্ত্রী তাঁকে এই ব্যাপারে পাশে থাকার আশ্বাস দেন। আসলে সার্কের মঞ্চ ব্যবহার করে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ঘুরে দাঁড়াতে চাইছে। এই অঞ্চলের দেশগুলিকে ভারতের বিরুদ্ধে ব্যবহার করা তাদের উদ্দেশ্য। এই কৌশল বুঝতে পেরেই বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। নয়াদিল্লির বক্তব্য পাকিস্তান সার্কে সপ্রিয় হলে খেসারত দিতে হতে পারে বাংলাদেশকেও।
ম্যাস্কটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিদেশমন্ত্রী জয়শঙ্করকে অনুরোধ করেন সার্কের সভাপতিমণ্ডলীর বৈঠক ডাকতে উদ্যোগী হতে।
জবাবে জয় শঙ্কর তাঁকে জানান, কীভাবে সার্কের সদস্য হওয়া সত্ত্বেও পাকিস্তান ভারতে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। বড় ঘটনাটি ঘটেছিল ২০১৬ সালে। কাশ্মীরে সেনা ছাউনিতে বড় ধরনের হামলা চালায় পাক মদতপুষ্ট জঙ্গিরা।