ধৃত উইং কমান্ডার অভিনন্দন প্রসঙ্গে পাকিস্তানকে সতর্ক করলো ভারত
কলকাতা টাইমসঃ
পাকিস্তান থেকে ভারতের যুদ্ধ বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানালো ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে বলা হয়েছে যে পাকিস্তান ভারতীয় বিমান বাহিনীর একজন আহত ব্যক্তিকে ‘অশোভনভাবে’ উপস্থাপন করেছে। পাশাপাশি পাকিস্তান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ করা হয়েছে।
দিল্লিতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার সৈয়দ হায়দার শাহকে তলব করার পর এই বিবৃতি দিয়েছে ভারত। বিবৃতিতে তারা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যেন আটক পাইলটের কোনো রকম ক্ষতি না হয়। ১৪ ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভারতীয় সেনাদের উপরে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তান উভয়ই তাদের প্রতিপক্ষ দেশের রাষ্ট্রদূতদের তলব করেছিল।