সমুদ্রের গভীরে থাকা সাবমেরিন অবলীলায় গুড়িয়ে দেবে ভারত
কলকাতা টাইমসঃ
ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ ৩ বিলিয়ন ডলারের অত্যাধুনিক সমরাস্ত্র কেনার চুক্তি করলো নরেন্দ্র মোদির ভারত। জানা গেছে, ২.৬ বিলিয়ন ডলার দিয়ে ২৪ টি ‘এমএইচ-৬০’ রোমিও সি-হক হেলিকপ্টার এবং ৮০ কোটি ডলার মূল্যের ৬ টি ‘এএইচ-৬৪ই’ অ্যাপাচে হেলিকপ্টার কিনতে আমেরিকার সঙ্গে চুক্তি করেছে ভারত। ভারতের হাতে এই অত্যাধুনিক অস্ত্রের আগমনের খবরে যথেষ্ট উদ্বেগের মধ্যে রয়েছে চীন এবং পাকিস্তান।
গতকাল, সফরের প্রথম দিনেই ট্রাম্প জানিয়ে দেন ‘এয়ার ডিফেন্স সিস্টেম-সহ ‘বন্ধু’ ভারতকে নানান অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করবে আমেরিকা। ভারত সাধারণত রুশ অস্ত্রে অভ্যস্ত হলেও, এবার মার্কিনঅস্ত্রে আরও সুসজ্জিত হতে চাইছে দেশ। কারণ প্রযুক্তি ও মারণ ক্ষমতার নিরিখে মার্কিন অস্ত্রের জুড়ি মেলা ভার।