আগামী মাস থেকে ভ্যাকসিন রফতানি করবে ভারত !
কলকাতা টাইমসঃ
করোনার উদ্বৃত্ত টিকা এবার বন্ধু দেশগুলোকে উপহার দেওয়ার পাশাপাশি রফতানি করবে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মান্দাভিয়া আজ এই ঘোষণা করেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী মাস থেকে উদ্বৃত্ত ভ্যাকসিন রফতানি শুরু করবে ভারত। বর্তমানে ভ্যাকসিনের উৎপাদন দ্বিগুণ হয়েছে, এমনকি আগামী মাস থেকে তা চারগুণ হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, বিশ্বের সর্ববৃহৎ টিকা প্রস্তুতকারী ভারত গত এপ্রিল মাস থেকে ভ্যাকসিন রফতানি বন্ধ করে দেয়। দেশের সাড়ে ৯৪ কোটি মানুষকে আগামী ডিসেম্বরের মধ্যে ভ্যাকসিনের সম্পূর্ণ ডোজ দেওয়ার লক্ষমাত্রা নেয় সরকার। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মাত্র ৬১ শতাংশ জনগণকে একটি মাত্র ডোজ দেওয়া গিয়েছে।