ভারতের এক স্টোকেই চীনের মালদ্বীপ স্বপ্ন ধূলিসাৎ
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মালদ্বীপকে মুঠোয় রাখতে চেয়েছিল চীন । চিনের সেই প্রচেষ্টা বানচাল করতে মোক্ষম কূটনৈতিক চাল চেলেছে ভারত। বেজিংয়ের সেই উদ্দেশ্যা আপাতত জল ঢেলে দিতে চলেছে ভারত। বিদেশমন্ত্রক এস জয়শঙ্কর জানিয়েথেন মালদ্বীপের উন্নয়নে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারত।
ছোট্ট দ্বীপ মালদ্বীপ। তার সঙ্গে অন্য তিনটি দ্বীপের সংযোগকারী সেতু এবং রাস্তা তৈরি করা হবে। তাতে টাকা ঢালার সিদ্ধান্ত নিয়েছে ভারত। তাতেই ঘুম উড়েছে বেজিংয়ের। তাঁদের আগ্রাসনের উদ্দেশ্যে এবার ব্যাঘাত ঘটতে চলেেছ। জয়শঙ্কর জানিয়েছেন রাজধানী মালের সঙ্গে ভিলিঙ্গলি, গুলহিফাহু এবং থাইলাফুসি এই তিনটি দ্বীপের সংযোগকারী রাস্তা নির্মাণ করা হবে এই টাকায়।
ভারতের মোক্ষম চালে মালদ্বীপ হাতছাড়া হতে চলেছে বেজিংয়ের। এবার মালদ্বীপও থেকে তার বিরুদ্ধে ফুঁসে উঠবে তা বুঝতে পেরেছে বেজিং। চিন যেভাবে আগ্রাসন শুরু করেছে। ভারত অত্যন্ত বুদ্ধি করে কূটনৈতিক পথে একের পর এক পদক্ষেপ করে জিনপিং সরকারকে নাজেহাল করে চলেছে
২০১৮ সালে মালদ্বীপের নির্বাচনে চিন পন্থী নেতা আপদুল্লা ইয়েমেনের পরাজয় অনেকটাই সুবিধা করে দিয়েছিল মোদীর। তারপর থেকেই মালদ্বীপের রাজনৈতিক ক্ষেত্রের সমীকরণ বদলাতে শুরু করে।