ইসরায়েলি অস্ত্রেই পাকিস্তানী আকাশ সীমার দখল নেবে ভারত
কলকাতা টাইমসঃ
ইসরায়েলের তৈরী অত্যাধুনিক অস্ত্রের মাধ্যমে সীমান্ত এলাকায় পাকিস্তানী আকাশপথের দখল নিতে তৎপর হলো ভারত। চীনের কাছ থেকে পাওয়া পাকিস্তানের সশস্ত্র আনম্যানড ভেহিকল সিস্টেমের মোকাবেলায় ইসরায়েলকে অত্যাধুনিক অস্ত্রের বরাত দিলো ভারত। যার ফলে এবার এক শুটেই ধূলিস্যাৎ হবে শত্রুপক্ষের আনম্যানড এরিয়াল ভেহিকল।
ইসরায়েলের এই অত্যাধুনিক ‘স্ম্যাশ-২০০০ প্লাস’কে বলা হয় ‘স্মার্ট শ্যুটার’। একে-৪৭ ও একে-২০৩ রাইফেলে ইনস্টল করা যায় এই ফায়ারিং সিস্টেম। আকাশপথে উড়ে আসা শত্রুপক্ষের যে কোনও এরিয়াল ভেহিকলকে এক শটেই উড়িয়ে দিতে পারে এই অস্ত্র।
দিনে-রাতে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম এই ইলেকট্রো-অপটিক সাইট ফায়ার কন্ট্রোল সিস্টেম। আবহাওয়ার কোনরকম তারতম্য এই অস্ত্রকে বিচ্যুত করতে পারে না। ইতিমধ্যেই ইসরায়েলে তৈরী সশস্ত্র হেরন ড্রোনকে কাজে নামানো হয়েছে ভারত চীন সীমান্তে।