প্রথম চার দেশীয় সুপার সিরিজ শুরু করতে চলেছে ভারত
কলকাতা টাইমসঃ
একের পর এক চমক দিয়ে চলেছেন বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। দ্বিপাক্ষিক কিংবা ত্রিদেশীয় সিরিজ তো অনেক হলো, এবার চারটি দেশকে নিয়ে সুপার সিরিজের পরিকল্পনা করেছেন সৌরভ। সৌরভ জানান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও আরও একটি দেশকে নিয়ে সুপার সিরিজ করা হবে। ২০২১ সালে ভারতের মাটিতেই এই ধরণের টুর্নামেন্ট প্রথম শুরু হবে বলে জানান তিনি।
এর আগে আইসিসি এই ধরণের ‘সুপার সিরিজ’ চালু করার কথা ভেবেছিল। ২০২৩ থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রতি বছর একটি করে সুপার সিরিজ করা হবে এমন ভাবনা চিন্তা শুরু করেছিল তারা। কিন্তু সেই সময় ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এই ধরণের প্রস্তাবে সারা দেয়নি।