স্বাধীন ভারতে প্রধানমন্ত্রী পদে জিন্নাই ছিলেন উপযুক্ত : দালাইলামা

কলকাতা টাইমস :
এক প্রশ্নের জবাবে দালাইলামা বলেন, মোহাম্মদ আলী জিন্নাহকে প্রধানমন্ত্রীত্ব দেয়া হলে ভারত-পাকিস্তান এক থাকতো। যদিও পণ্ডিত নেহরু খুবই অভিজ্ঞ ছিলেন। দালাইলামার এহেন মন্ত্যবে স্বভাবতই বিতর্কের সৃষ্টি হয়েছে দেশ জুড়ে। প্রসঙ্গত, ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে ভারত-পাকিস্তান ভাগ হয়। সে সময় সাম্প্রদায়িক হামলায় ভারত ও পাকিস্তান উভয় দেশে বহু লোক মারা যায়।