দেহের পর মাথা রক্ষার বড় অস্ত্র ভারতীয় সেনার হাতে
একে-৪৭ থেকে ছুটে আসা গুলি রুখে দিতে পারবে এই হেলমেট। সেনা সূত্রে খবর, এই হেলমেট মাথায় থাকলে যত আধুনিক আগ্নেয়াস্ত্র থেকেই গুলি চালানো হোক না কেন, মাথা সুরক্ষিতই থাকবে জওয়ানদের। ১০ মিটার দূর থেকে একে-৪৭ এর গুলি রুখতে পারবে এই বুলেটপ্রুফ হেলমেট। বিশ্বে প্রথম এমন আধুনিক প্রযুক্তির হেলমেট বানালেন সেনা মেজর।
মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজের সঙ্গে যুক্ত মেজর অনুপ মিশ্র। এর আগে বিশেষ ধরনের বুলেটপ্রুফ জ্যাকেট বানিয়ে চমকে দিয়েছিলেন তিনি। সাধারণ বুলেটপ্রুফ জ্যাকেটের এই জ্যাকেট অনেকটাই আলাদা। গোটা শরীরকেই মুড়ে রাখবে বর্মের মতো। পুণের কলেজ অব মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে বানানো হয়েছিল ওই জ্যাকেট। সন্ত্রাসদমন অভিযানে ওই জ্যাকেট চড়িয়ে জঙ্গিদের সঙ্গে লড়াইও করেছিলেন জওয়ানরা।
২০১৬-১৭ সালে সেনা মেজরের তত্ত্বাবধানে পুণের মিলিটারি ইঞ্জিনিয়ারিং কলেজে ৫০ হাজার এমন বুলেটপ্রুফ জ্যাকেট বানানো হয়েছিল। এই জ্যাকেটের চাহিদা এতটাই বাড়ে যে ২০১৮ সালে দেড় লক্ষেরও বেশি এমন জ্যাকেট বানানোর জন্য পুণের কলেজের সঙ্গে চুক্তি করে ভারতীয় সেনাবাহিনী। আত্মরক্ষার এমন অস্ত্র বানানোর জন্য আর্মি ডিজাইন ব্যুরো এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছিলেন মেজর অনুপ মিশ্র।