ভারতীয় বোলারদের অতিরিক্ত আত্মবিশ্বাস = নিউজিল্যান্ডের তান্ডব !
কলকাতা টাইমসঃ
রানের পাহাড় টপকে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে নিলো নিউজিল্যান্ড। সাড়ে তিনশ রানের টার্গেটকেও হেলায় ছাপিয়ে গেলো কিউইরা। এদিন চূড়ান্ত ব্যর্থ হলেন ভারতীয় বোলিং ব্রিগেড শামি, শার্দুল, কুলদীপরা। ভারতকে ৪ উইকেটে হারাল তারা। আজ, অপরাজিত শতরানে ব্যাট হাতে দলকে নেতৃত্ব দিলেন অভিজ্ঞ রস টেলর। তাকে যোগ্য সঙ্গ দেন হেনরি নিকোলস ও অধিনায়ক টম ল্যাথাম।
টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান কিউয়ি অধিনায়ক। বিরাট কোহলির অর্ধশতরান (৫১), শ্রেয়স আইয়ারের অভিষেক শতরান (১০৩), কেএল রাহুলের ঝড়ো অপরাজিত ৮৮ রানের ইনিংস এদিন ভারতীয় শিবিরে রোহিত শর্মাদের অভাব বোধ করতে দেয়নি। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৭ রান করে ভারত। ১১ বল বাকি থাকতেই কাঙ্খিত জয় তুলে নেয় নিউজিল্যান্ড। ১০টি চার ও ৪টি ছয়ে ৮৪ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন টেলর। ২টি উইকেট নিলেও ১০ ওভারে ৮৪ রান দেন কুলদীপ যাদব। ৯ ওভারে ৮০ রান দেন শার্দুল ঠাকুর।