ফেক নিউজ ছড়ানোর অভিযোগে আলিবাবা কর্ণধারকে তলব ভারতীয় আদালতের
কলকাতা টাইমসঃ
ভারতে ফেক নিউজ ছড়ানোর অভিযোগে আলিবাবা কর্ণধার জ্যাক মা-কে তলব করলো ভারতীয় আদালত। সম্প্রতি এই ফেক নিউজ ছড়ানোর প্রতিবাদ করে চাকরি খোয়াতে হয় আলিবাবার বহুল প্রচারিত ইউসি নিউজের এক ভারতীয় কর্তাকে। এরপরই গুরুগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন পুষ্পেন্দ্র সিংহ পরমার নামে ইউসিতে কর্মরত এক অ্যাসোসিয়েট ডিরেক্টর।
সেই মামলার পরিপ্রেক্ষিতে গুরুগ্রামের জেলা দায়রা বিচারক সনিয়া শেওকন্ড আলিবাবা কর্ণধার জ্যাক মা সহ সংস্থার একাধিক কর্মীকে তলব করেন। আগামী ২৯ জুলাই তাদের আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। প্রসঙ্গত, সাম্প্রতিক গালওয়ান বিবাদের পর চীনের ৫৭টি অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার।
এরপরই চীনা অ্যাপগুলির কাজকর্ম খতিয়ে দেখতে শুরু করে সরকার। জানা যায়, চীন বিরোধী খবর সেন্সর করার নির্দেশ দেওয়া হয়েছিল আলিবাবার ভারতীয় কর্মীদের ওপর। সঙ্গে ভারতে রাজনৈতিক উস্কানিমূলক খবরকেও প্রশ্রয় দিয়েছে তারা। নিষিদ্ধ হওয়ার আগে ভারতে ৬৮ কোটি ৯০ লক্ষ বার ইউসি ব্রাউজার ডাউনলোড করা হয়।