আগামী আইপিএল ভারতীয় তারকা হীন!
কলকাতা টাইমসঃ
ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ২ সপ্তাহ আগে শেষ হবে আইপিএল। তবে আইপিএলে কোন ক্রিকেটার চোট পেলে এত অল্প সময়ের মধ্যে সেরে উঠতে পাবে কি না তা নিয়ে এরমধ্যই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। ভারতীয় কোন ক্রিকেটারদের বিশেষ করে আইপিএলেই অংশ নেওয়া উচিত হবে না তার তালিকাও তৈরি করে ফেলেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তাঁদের মতে-
১. কেদার যাদব মূলত ব্যাটসম্যান। কিন্তু, মিডল ওভারে অদ্ভুত অ্যাকশনের বোলিংয়ের জন্য রীতিমতো ভারতের ভরসা। ব্যাটিং লাইন-আপে প্রথম ছয়ের মধ্যে একমাত্র তিনিই বল করতে পারেন। বিশেষজ্ঞ বোলারদের কেউ মার খেলে তিনিই একমাত্র বিকল্প। উইকেট নেওয়ারও ক্ষমতাও রয়েছে তাঁর। তবে বর্তমানে বেশ চোটপ্রবণ দেখাচ্ছে তাঁকে।
২. এশিয়া কাপে চোট পেয়েছিলেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দলে তিনিই একমাত্র পেসার অলরাউন্ডার। ইংল্যান্ডে তাই তাঁর গুরুত্ব অপরিসীম। দলে হার্দিকের উপস্থিতি ভারসাম্যও আনছে। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি খেলবেন সব ম্যাচই। যদি চোট পেয়ে যান, ভুগতে হবে ভারতকে।
৩. ভুবনেশ্বর কুমার বেশ কিছুদিন ধরেই পিঠের চোটে ভুগছেন। অতিরিক্ত ওয়ার্কলোডের জন্য বারবার ফিরেও আসছে চোট। আইপিএলে খেলেননি কিছু ম্যাচ। ইংল্যান্ডে টেস্ট সিরিজও খেলেননি। বিশ্বকাপে তিনি অপরিহার্য। বল সুইং করানোর ক্ষমতা রয়েছে। ডেথ ওভারে রান আটকাতে পারেন। ব্যাটেও নির্ভরযোগ্য। ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
৪. যশপ্রীত বুমরা আইপিএলেরই ফসল। উঠে আসা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই। এই মুহূর্তে তিনিই একদিনে বিশ্বের এক নম্বর বোলার। লাইন-লেংথে থাকেন অভ্রান্ত। ইয়র্কার দিতে পারেন যখন-তখন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের পর তাই বিশ্রামই নেওয়া উচিত এই তারকার।
৫. মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপে অপরিহার্য। ব্যাট হাতে ফিনিশার হয়ে উঠতে না পারলেও তার ক্রিকেটমস্তিষ্ককে উপেক্ষা করা যাবে না। কোহালিকে ঠিকঠাক পরামর্শ দেওয়ার জন্যও দরকার এমএসডি’কে। উপেক্ষা করা যাবে না তাঁর বিশাল অভিজ্ঞতাকে। যতই ফিট থাকুক, তাই আইপিএলে খেলার ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
৬. রোহিত শর্মা হলেন ওপেনিংয়ের ভরসা। ম্যাচ-উইনারও। বড় ইনিংস খেলার ক্ষমতা ধরেন। নিতে পারেন বড় শট। চুরমার করতে পারেন যে কোন বোলিং আক্রমণকে। সেকারণেই তিনি অপরিহার্য। তিনি দলের সহ-অধিনায়ক। সদ্য এশিয়া কাপজয়ী অধিনায়ক। আইপিএলে দু’মাসের ধকলের পর বিশ্বকাপে সতেজ থাকা অসম্ভব।
৭. বিরাট কোহালি সব ফরম্যাটে ধারাবাহিক। প্রচণ্ড চাপ রয়েছে তাঁর ওপর। টপ অর্ডারে রোহিতের সঙ্গে কোহালিই ভারতের প্রধান ভরসা। মিডল অর্ডার নিয়ে সংশয় রয়েছে বলেই ক্রিজে তাঁর উপস্থিতি জরুরি। কিন্তু, চোট নিয়ে ভুগছেন তিনিও। বিশ্রামও দিচ্ছেন নির্বাচকরা।