তিরাঙ্গার কাছে ঘরেই হার লস্কর জঙ্গির, তেরঙ্গা উড়িয়ে করবে গর্ভিত ভারতীয়ের ঘোষণা
লস্কর-ই-তৈবা দলে নাম লিখিয়েছে পরিবারের সদস্য খুবেইর। জঙ্গি মডিউলের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। খুবেইর সন্ত্রাসমূলক কাজকর্ম করলেও তার পরিবার সেই কাজে জড়িত নয়। খুবেইরের ভাই শামাস দিন চৌধুরি এবং নাজাব দিন চৌধুরি জানিয়েছেন, ভারতীয় হিসেবে তাঁরা গর্বিত। সরকারের তরফে স্বাধীনতা উপলক্ষে এই কর্মসূচির ডাক দেওয়ায় তাঁরা খুশি। জাতীয় পতাকার সম্মান রাখবেন তাঁরাও।