চীনে নিষিদ্ধ করা হলো ভারতীয় মিডিয়াকে
কলকাতা টাইমসঃ
চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করার পর এবার পাল্টা পদক্ষেপ নিলো বেজিং৷ সূত্রের খবর, সমস্ত ভারতীয় মিডিয়াকে তাদের দেশে নিষিদ্ধ ঘোষণা করলো চীন৷ রীতিমতন সরকারি নির্দেশিকা জারি করে এই ঘোষণা করেছে চীন। বেইজিংয়ের ভারতীয় দূতাবাস সূত্রমারফত জানা যাচ্ছে, শুধুমাত্র ভারতীয় ওয়েবসাইটই নয়, বিবিসি এবং সিএনএন’র মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরও সেখানে ঝাড়াই বাছাই করার পর সম্প্রচারিত করছে চীন৷
যেমন ইতিমধ্যেই হংকং-এ চীন বিরোধী খবর বন্ধ হওয়ার পরই ফের সংবাদমাধ্যমগুলো দেখার ব্যবস্থা করা হচ্ছে৷ প্রসঙ্গত, গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয়দের ব্যক্তিগত তথ্য সুরক্ষার খাতিরে ৫৯ টি চীনা অ্যাপ এদেশে নিষিদ্ধ ঘোষণা করে৷