কলকাতা টাইমস :
গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ট্রেন পরিষেবা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরের দিনই ট্রেন বন্ধ করার কথা ঘোষণা করে রেলওয়ে। তাহলে কি মমতা দাওয়াইকে কাজে লাগাতে চলেছে কেন্দ্র সরকার ?
করোনা ভাইরাসের সংক্রমণ লাফিয়ে বাড়ছে দেশে। এই পরিস্থিতি যাতে আরো ভয়াল অবস্থায় না পৌঁছয় তাই যুদ্ধকালীন জরুরি অবস্থার মত পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। ইতিমধ্যেই দেশের সব যাত্রীবাহী ট্রেন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল রেল। আগামী ৩১ মার্চ পর্যন্ত সব ট্রেন পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল।
দেশের অধিকাংশ শহর লকডাউন। জরুরি পরিষেবা ছাড়া দোকানবাজার বন্ধ রাখতে বলা হয়েছে। আজ থেকে বিদেশের বিমান বন্ধ হয়েছে ভারতে। সেইমত ট্রেন পরিষেবাও বন্ধ করা হল। ৩১ মার্চ পর্যন্ত গোটা দেশে ট্রেন পরিষেবা বন্ধ রাখার কথা ঘোষণা করেছে রেলমন্ত্রক। এই মুহূর্তে ৪০০ মেল এবং এক্সপ্রেস ট্রেন যাত্রা করছে। সেগুলি গন্তব্যে পৌঁছে গেলে আর কোনও নতুন ট্রেন ছাড়বে না দেশের কোনও প্রান্ত থেকে।