পাকিস্তানের ওপর নজর রাখবে ভারতীয় উপগ্রহ !
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের গতিবিধির ওপর নজরদারি রাখতে এবার মহাকাশে উপগ্রহ পাঠাচ্ছে ভারত। ইসরো এবং ডিআরডিও দুজনে মিলেই এটি তৈরি করেছে এই নয়া স্যাটেলাইট। আগামী ১ এপ্রিল উৎক্ষেপণ করা হবে এই উপগ্রহটি।
ইসরোর বিজ্ঞানীদের মতে ‘এমিস্যাট’ হলো একটি মিলিটারি উপগ্রহ। এর মাধ্যমে সীমান্তে থাকা সেনসরের ওপর নজর রাখা সম্ভবপর হবে। বালাকোটে এয়ারস্ট্রাইকের পরে ওঠা নানান প্রশ্নের এবার থেকে সঠিক জবাব দেবে এই ‘এমিস্যাট’।