ওয়ার্নারের ব্যাটে ভারতীয় সেন্সর !
কলকাতা টাইমসঃ
অস্ট্রেলিও ওপেনার ডেভিড ওয়ার্নার। নির্বাসনের পর আবারও ফিরে এসেছেন ক্রিকেটের ময়দানে। জানা যাচ্ছে অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের ব্যাটে লাগানো রয়েছে একটি বিশেষ ধরণের সেন্সর। শুধু তাই নয়, এই সেন্সরটি তৈরী করেছে ভারতের ব্যাঙ্গালুরুর একটি কোম্পানি। সেন্সরটির পোশাকি নাম ‘ব্যাট সেন্স’।
মূলত এই সেন্সরের মাধ্যমে ব্যাটসম্যানের খেলার সময় ব্যাটের গতি, ব্যাটের শক্তিমত্তা, ব্যাটের পুরুত্ব ভারসহ আরও অনেক কিছুই জানা যায়। একটি অ্যাপের মাধ্যমে সেই তথ্য মোবাইলে চলে আসে। ২০১৭ সালে আইসিসি এই সেন্সর ব্যবহারের অনুমতি দেয়। বিশ্বের একমাত্র ক্রিকেটার হিসেবে এই সেন্সর ব্যবহার করে আসছেন ওয়ার্নার।