November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

চীন এবং পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমানকে হেলায় হারাতে পারে ভারতীয় ‘তেজস’ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চীন এবং পাকিস্তানের জেএফ-১৭ যুদ্ধবিমান দাঁড়াতেই পারবেনা ভারতের তৈরী তেজসের কাছে। প্রযুক্তিগতভাবে এতটাই উন্নত ভারতীয় এই যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনীর প্রধান আরকেএস বাদুরিয়া জানান, ‘ভারতীয় তেজস অনেক বেশি কার্যকরী ও উন্নত।’ সম্প্রতি ভারতীয় প্রযুক্তিতে তৈরি তেজস লাইট কমব্যাট এয়ারক্র্যাফটের বেশকিছু বরাত দেওয়া হয়েছে ‘হ্যাল’ নামক সংস্থাকে।

জানা গেছে, ১৯৯৯ সালে পাকিস্তান এবং চীন যৌথভাবে জেএফ-১৭ তৈরির জন্য চুক্তিবদ্ধ হয়। সস্তার এই যুদ্ধবিমানের জন্য ব্যবহার করা হচ্ছে চীনের তৈরী বিমানের কাঠামো এবং রাশিয়ার ক্লিমোভ আরডি ৯৩ অ্যারো-ইঞ্জিন। যার ফলে আধুনিকতার দিক থেকে অনেকটাই দুর্বল এই এয়ারক্র্যাফট। আদতে, এই যুদ্ধবিমান ব্যবহারের খরচ আধুনিক বিমানের তুলনায় অনেক বেশি। জেএফ-১৭ এর নির্ভুল হওয়ার ক্ষমতা কম এবং এটি বেশি অস্ত্র পরিবহণ করতেও অপারগ।

Related Posts

Leave a Reply