গালওয়ানের আকাশে ভারতীয় যুদ্ধবিমানের মিছিল
কলকাতা টাইমসঃ
গালওয়ানের আকাশে ভারতীয় যুদ্ধবিমানের মিছিল। ইতিমধ্যেই ওই উপত্যকায় সার দিয়ে মোতায়েন করা হয়েছে সুখই, মিরাজ, জাগুয়ার সহ ভয়ংকর সব যুদ্ধবিমান। প্রস্তুত থাকতে বলা হয়েছে স্থল সেনাবাহিনীকেও। প্রাথমিকভাবে লাদাখে চীনের অগ্রাসন রোখাই ভারতের একমাত্র লক্ষ। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে দ্রুত ৩৩ টি অত্যাধুনিক যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ভারত।এর মধ্যে রয়েছে ১২ টি সুখোই এবং ২১টি মিগ-২৯ যুদ্ধবিমান।
প্রসঙ্গত, লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান ভারতের ২০ জন সেনা। এর পর থেকেই গলওয়ান উপত্যকার পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। সোমবার রাতের সংঘর্ষের পর দু’দেশের মধ্যে একাধিক বার সেনা পর্যায়ের বৈঠক হলেও তা ব্যর্থ হয়।