ইন্দোনেশিয়ায় বেড়াতে গিয়ে চুরি করে ধরা পড়লেন ভারতীয় !
কলকাতা টাইমসঃ
ইন্দোনেশিয়ার বালিতে বেড়াতে গিয়ে চুরি করে ধরা পড়লেন একদল ভারতীয়। এই ঘটনায় লজ্জায় মাথা হেট অন্য পর্যটকদের। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, একজন হাত জোর করে বললেন, ”ভুল হয়ে গেছে। ছেড়ে দিন না! আমি এসব জিনিসের দাম মিটিয়ে দেব।” আরেকজন হাত দেখিয়ে তাকে থামালেন। তারপর গম্ভীর গলায় বললেন, ”আমি জানি আপনার অনেক টাকা। কিন্তু এখানে টাকাটা আসল নয়। আপনারা যেটা করেছেন তার জন্য শাস্তি প্রাপ্য। বাচ্চাদের নিয়ে ঘুরতে এসে এমন জঘন্য কাজ আপনারা করলেন কী করে!”
এক ভদ্রলোক বলে বসলেন, ”আপনার হোটেলের ৫০ লাখ টাকার জিনিস আমি এখনই কিনে নিতে পারি। ছেড়ে দিন আমাদের। ভুল হয়ে গেছে মানছি তো!” হোটেলকর্মীরা কোনও কথা শুনে ব্যাগ তল্লাশি করতেই একে একে ব্যাগ থেকে বেরিয়ে আসে তোয়ালে, হ্যান্ড ওয়াশ, ঘর সাজাবার কিছু জিনিস, হেয়ার ড্রায়ার, সাবানসহ আরও অনেক কিছু। হোটেলের গেটে তল্লাশির পর প্রচণ্ড অপমানিত হতে হয় ওই ভারতীয় পরিবারকে।