যুদ্ধ বাধলে চীনের বিরুদ্ধে ভারতের সঙ্গী আমেরিকা: বার্তা হোয়াইট হাউসের
কলকাতা টাইমসঃ
যুদ্ধ বাধলে চীনের বিরুদ্ধে ভারতের সঙ্গী হবে আমেরিকা। গতকাল হোয়াইট হাউসের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হলো এই কথা। এশিয়া উপমহাদেশে চীনের খবরদারি কোনো ভাবেই বরদাস্ত করা হবে না বলেও জানিয়ে দেয় আমেরিকা। হোয়াইট হাউসের পক্ষ থেকে এইবার্তা দেওয়ার পর পরই ডোনাল্ড ট্রাম্প ট্যুইট করে জানান, ‘চীনের জন্য আমেরিকাসহ গোটা বিশ্ব ক্ষতির সম্মুখীন হয়েছে।’
গতকাল, সোমবার মার্কিন চিফ অব স্টাফ মার্ক মিডোজ হোয়াইট হাউজ থেকে জানান, “আমাদের বার্তা স্পষ্ট, আমরা কোনও দেশর অন্যায় খবরদারি বরদাস্ত করবো না। দক্ষিণ চীন সাগরে মার্কিন রণতরীর উপস্থিতি নিয়ে মিডোজের ব্যাখ্যা, তারা পৃথিবীকে জানাতে চান মার্কিন জানাই বিশ্বের মধ্যে সেরা। চীন দক্ষিণ চীন সাগরে ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ানের অংশেও নিজেদের প্রতিপত্তি জাহির করে। এটা কিছুতেই মেনে নেওয়া হবে না।