November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

নড়ছে ভারতের আর্থিক হাল, বড় আশঙ্কার কথা শোনালেন রিজার্ভ ব্যাংকের শীর্ষ অর্থনীতিবিদরা 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ত দু’বছরের তুলনায় আগামী অর্থবর্ষে স্লথ হচ্ছে দেশের আর্থিক বৃদ্ধি। বাজেটের আগে আর্থিক সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলেছিল। সেইমতো দেশের জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রাও কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার আরও বড় আশঙ্কার কথা শোনালেন রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সদস্য জয়ন্ত আর বর্মা । তাঁর দাবি, ভারতের আর্থিক বৃদ্ধি এই মুহূর্তে এতটাই নড়বড়ে যে আগামী বছরের সংশোধিত লক্ষ্যমাত্রা পূরণ হওয়া নিয়েও সংশয় আছে।

জয়ন্ত আর বর্মার আশঙ্কা, চলতি বছর ভারতের মুদ্রাস্ফীতির হার উপরের দিকেই থাকবে। তবে আগামী বছর সেটা অনেকটাই কমবে। অর্থাৎ আগামী বছর মূল্যবৃদ্ধির মার থেকে সামান্য স্বস্তি পেতে পারে দেশবাসী। যদিও সেটাকে বিশেষ ভাল লক্ষণ বলে মনে করছেন না রিজার্ভ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির সদস্য। তিনি বলছেন, ইএমআইয়ের চাপে সাধারণ নাগরিকের হাতে টাকার পরিমাণ কমা শুরু করবে। ফলে বাজারে চাহিদা কমবে। সেটাই মুদ্রাস্ফীতি হ্রাসের কারণ হবে।

রিজার্ভ ব্যাংকের নীতি নির্ধারক কমিটির অন্যতম সদস্যের দাবি, ভারতের আর্থিক বৃদ্ধি বেশ ভঙ্গুর। মনে হচ্ছে না যে আমাদের যে পরিমাণ বৃদ্ধি প্রয়োজন সেটা এবার অর্জন করা সম্ভব হবে। তাঁর দাবি, সুদের হার বৃদ্ধি, মুদ্রাস্ফীতির হার, এবং একাধিক চ্যালেঞ্জের সঙ্গে তাল মিলিয়ে বৃদ্ধির হার বজায় রাখাটা বেশ কঠিন হবে ভারতের জন্য।

Related Posts

Leave a Reply