জিডিপির ধসে ভারাক্রান্ত ভারতের অর্থনীতি, দাঁড়িয়ে মন্দার দোরগোড়ায়
কলকাতা টাইমস :
ভারতের অর্থনীতিতে অশনিসংকেত দেখা দিয়েছে। ক্রমেই সংকুচিত হয়ে আসছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি। গত ৬ বছরের ইতিহাসে তলানিতে এসে ঠেকেছে জিডিপি।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের জিডিপি প্রবৃদ্ধি ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। এর মধ্য দিয়ে টানা ছয় প্রান্তিক ধরে নিম্নমুখী রয়েছে ভারতের জিডিপি প্রবৃদ্ধি। এতে আগামী দিনগুলোয় বিশ্বের দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশ ভারতের আর্থিক খাতে সংকট আরও জোরালো হতে পারে। মন্দার মুখে পড়তে পারে দেশ। পরিস্থিতি থেকে উত্তরণে ভারত সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের সুপারিশ করেছে আর্থিক খাত বিশ্লেষক ও আন্তর্জাতিক সংস্থাগুলো।
ভারতের মিনিস্ট্রি অব স্ট্যাটিস্টিক অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেনটেশনের তথ্য অনুযায়ী, ২০১৭-১৮ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দেশটিতে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮ দশমিক ১ শতাংশ। এরপর থেকে দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার ক্রমাগত কমতে শুরু করে। ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে তা ৭ শতাংশে নেমে আসে। একই অর্থবছরের জানুয়ারি-মার্চ প্রান্তিকে দেশের জিডিপি প্রবৃদ্ধি আরো কমে দাঁড়ায় ৫ দশমিক ৮ শতাংশে। ক্রমাগত পতনের ধারাবাহিকতায় চলতি ২০১৯-২০ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ হার ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।
এর আগে ২০১২-১৩ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৩ শতাংশ রেকর্ড করা হয়েছিল। এরপর সর্বশেষ প্রান্তিকে দেশটিতে সবচেয়ে কম জিডিপি প্রবৃদ্ধি (৪.৫ শতাংশ) রেকর্ড হয়েছে।
স্বাধীনতার পরে দীর্ঘ সময় ভারতের প্রবৃদ্ধির গড় হার ৩ দশমিক ৫ শতাংশের আশপাশে ঘোরাফেরা করেছে। তাকে ব্যঙ্গ করে ‘হিন্দু রেট অব গ্রোথ’ আখ্যা দিয়েছিলেন অর্থনীতিবিদ রাজ কৃষ্ণ। সেই আখ্যা বেশ জনপ্রিয় হয়েছিল। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই জুলাই মাসে সংসদে আর্থিক অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পাল্টা বলেছিলেন, ‘কংগ্রেস আমলে অর্থনীতি কেন দ্বিগুণ হয়নি? তখন কেন হিন্দু রেট অব গ্রোথ চাপানো হয়েছিল!’ এবার মোদি জমানাতেই প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৫ শতাংশে নেমে আসায় প্রশ্ন উঠছে, ‘হিন্দু রেট’ কি আবার ফিরে আসছে?