আরব সাগরে ডুব দিলো ভারতের অত্যাধুনিক সাবমেরিন
কলকাতা টাইমসঃ
আরব সাগরে ডুব দিলো ভারতের অত্যাধুনিক সাবমেরিন। চীনকে সতর্ক করে অনেকটাই শক্তিশালী হওয়ার পথে ভারতীয় নৌবাহিনী। আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের মাঝগাঁওবন্দর থেকে আরব সাগরের জল স্পর্শ করে এই ভারতীয় সমরাস্ত্র। জানা যাচ্ছে, জাহাজ-বিধ্বংসী নানান ক্ষেপণাস্ত্র এবং টর্পেডোও ছুড়তে অত্যন্ত দক্ষ এই স্করপেন সাবমেরিন।
ধুরন্ধর সামুদ্রিক শিকারী মাছের নামে নামকরণ করা হয়েছে এই ডুবো জাহাজের। জানা যাচ্ছে, ইন্দো-ফরাসি অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে মোট ৬টি সাবমেরিন তৈরী করছে ভারত। লম্বায় ৬৭ মিটার দীর্ঘ এই সাবমেরিন। ওজন ২ হাজার টন। ডিজেল এবং বিদ্যুতে চলতে সক্ষম এই সাবমেরিন।