এবার ভারতের লক্ষ কঠোর ভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ
কলকাতা টাইমসঃ
দুর্বার গতিতে এগিয়ে চলেছে নরেন্দ্র মোদির দ্বিতীয় ইনিংস। লোকসভা এবং রাজ্যসভায় একের পর এক বিল পাশ করিয়ে চলেছে সংখ্যাগরিষ্ঠ বিজেপি সরকার। এবার লক্ষ ‘অভিন্ন দেওয়ানি বিধি’ এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল। আসামে ইতিমধ্যেই দুই সন্তানের নীতির ভিত্তিতে সরকারি চাকরির পরীক্ষা শুরু হয়েছে। বিজেপির লক্ষ, আগামী দিনে এই বিষয়ে বিরোধী শিবিরেরও সমর্থন আদায় করা।
কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপের পর নাগরিকত্ব বিল পাশ হয়ে যাওয়ার পর আগামী অধিবেশনেই জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত বিল পাশ করিয়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার। এই বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন জনসংখ্যা নিয়ন্ত্রণের কথা। প্রধানমন্ত্রীর ঘোষণার পর কংগ্রেসের বেশ কিছু নেতা প্রকাশ্যে তাকে সমর্থন জানান।