January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এই বিষের দায় প্রেসিডেন্টরই, রায় ইন্দোনেশিয়ার আদালতের

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
জাকার্তার বায়ু দূষণের জন্য ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের দোষী সাব্যস্ত করেছেন দেশের আদালত। তাদের অবহেলার জন্য বায়ু দূষণ নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না বলে মন্তব্য করা হয়েছে। আদালত রাজধানী জাকার্তার বায়ুর মানের উন্নতি সাধনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

২০১৯ সালে জাকার্তার বাতাসকে সবচেয়ে খারাপ বলে আখ্যা দেয় বাতাসের মান পর্যবেক্ষণ কেন্দ্র। ওই বছরই জাকার্তার ৩২ বাসিন্দা মামলা করেন। জাকার্তায় প্রায় ১০ মিলিয়ন মানুষ বসবাস করে। বাদীপক্ষ অভিযোগ করেন, বায়ু দূষণে শহরের নাগরিকদের স্বাস্থ্য খারাপ হচ্ছে। মামলায় বিবাদীদের মধ্যে আছেন দেশটির প্রেসিডেন্ট, বন ও পরিবেশ মন্ত্রণালয় ও জাকার্তার গভর্নর।

আদালত উইদোদোকে দেশের বাতাসের মান উন্নয়নের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রাদেশিক সরকারগুলোকে পুরনো যানবাহনের নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করানোরও নির্দেশ দিয়েছেন।

Related Posts

Leave a Reply