আক্রান্ত ব্যক্তি মুখে থুতু ছিটিয়ে ভাইরাস ছড়াচ্ছে চীনে !
কলকাতা টাইমসঃ
করোনা ভাইরাস আক্রান্ত কিছু মানুষ থুতু ছিটিয়ে আরও বেশি করে ছড়িয়ে দিতে চাইছেন এই ভাইরাস। এমনকি এই কাজে রেয়াত করা হচ্ছে না ডাক্তারদেরও। এমনই ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া গেলো চীনে। সেদেশের উহান শহরেই নাকি ঘটে চলেছে এই ঘটনা।
উহানের বাসিন্দা দক্ষিণ আফ্রিকার এক নাগরিক জেসিকা বেইলিং এই অভিযোগ করেন। বর্তমানে বাইরে বেরহতেও ভয় পাচ্ছেন ২৩ বছর বয়সী ওই তরুণী। তার আঁখো দেখি হাল, একজন ব্যক্তি লিফটের সব বোতামে থুতু ছিটিয়ে দিচ্ছে। শোনা যাচ্ছে, রোগীরা তাদের মাস্ক খুলে ডাক্তারদের মুখে থুতু ছিটিয়ে দিচ্ছেন। করোনাভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে এখন ২৫৯ জন। আক্রান্ত ১১,৭৯১ জন। বিশ্বজুড়ে ২০টি দেশে ছড়িয়েছে পড়েছে এই ভাইরাস। মাত্র এক মাসেই এই ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে।