January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

এই তথ্যগুলি জানলে ভারতীয় রেলে উঠলে গর্ববোধ করবেন

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতীয় রেল নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ করে থাকেন রেলযাত্রীরা৷ তবে এর মাঝেও দেশটির রেল সম্পর্কে এমন কিছু অজানা তথ্য রয়েছে যেগুলি জানলে যে কোনো ভারতবাসী গর্ববোধ করবেন৷ ভারতীয় রেলের তেমনই কিছু তথ্য তুলে ধরা হলো-

১৷প্রত্যেকদিন ভারতীয় রেল প্রায় ৮৪২১ মিলিয়ন যাত্রী যাতায়ত করে৷পাশাপাশি সারা দেশে রয়েছে ৭ হাজার ১৭২টি স্টেশন৷ এছাড়া দেশের প্রত্যেকদিন মোট ৯ হাজার ৯৯১টি ট্রেন যাতায়ত করে৷ভারতীয় রেলে প্রত্যেকদিন যে সংখ্যক যাত্রী যাতায়ত করেন তা কয়েকটি বড় দেশের মোট জন সংখ্যার থেকেও বেশি৷

২৷ পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশনের শিরোপাটিও ভারতীয় রেলের হাতে৷এক সময় ২ হাজার ৭৩৩ ফুট লম্বা খড়গপুর রেলওয়ে স্টেশনটি ছিল পৃথিবীর দীর্ঘতম রেল স্টেশন৷ কিন্তু অতিসম্প্রতি সেই দীর্ঘতম স্টেশনের তকমাটি গিয়েছে, ভারতেরই গোরক্ষপুর স্টেশনের দখলে৷ উত্তরপ্রদেশের গোরক্ষপুর স্টেশনটির মোট দৈঘ্য ৪ হাজার ৪৩০ ফুট৷

৩৷পাশাপাশি নাগপুরে রয়েছে ডায়মন্ড ক্রসিং৷ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে যাওয়ার রেল পথটি পরস্পর পরস্পরকে ক্রস করেছে৷

৪৷ভারতের রেল মন্ত্রকের দখলে রয়েছে বিশ্বের সবথেকে উচ্চতম রেল সেতু৷ জম্মু কাশ্মীরের চেনাবে ১ হাজার ৩১৫ মিটার উচুতে অতিসম্প্রতি রেলসেতু উদ্ধোধন করছে ভারতীয় রেল৷

৫৷ ভারতীয় রেল প্রথম আসন সংরক্ষন শুরু করে ১৯৮৬ সালে৷ নয়াদিল্লি স্টেশন থেকে প্রথম আসন সংরক্ষন শুরু হয়৷

৬৷ পাশাপাশি বেশ কয়েকটি বিলাশবহুল ট্রেনের জন্য ভারতীয় রেল বিশ্বের দরবারে সমাদৃত৷ সেই ট্রেনগুলির মধ্যে অন্যত্তম হল রয়্যাল রাজস্থান, মহারাজা এক্সপ্রেস মত বিলাশবহুল ট্রেনগুলি৷তবে এই ট্রেনগুলির যাত্রী ভাড়া আপনার চোখ কপালে তুলবে৷

Related Posts

Leave a Reply