প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে হঠাৎই গায়েব চীনা সেনার অনুপ্রবেশের তথ্য !
কলকাতা টাইমসঃ
প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে হঠাৎই গায়েব চীনা সেনার অনুপ্রবেশের তথ্য! জানা যাচ্ছে, ‘এলএসিতে চীনা আগ্রাসন’ নামের তথ্যগুলি বৃহস্পতিবার হঠাৎই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যায়। সেখানে থাকা লিঙ্কটিও আর কাজ করছে না। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী গত ১৫ জুনের গালওয়ান সংঘর্ষের পর থেকেই দাবি করে আসছিলেন, ভারতীয় ভূখণ্ডে কোনো বৈদেশিক অনুপ্রবেশ ঘটেনি। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইট বলছিলো অন্য কথা। এবার সম্ভবত মোদির বক্তব্যকে মান্যতা দিতেই সরকারি দস্তাবেজ থেকেও মুছে গেল চীনা অনুপ্রবেশের প্রসঙ্গ
সূত্রের খবর, মঙ্গলবার দিনই স্বরাষ্ট্র মন্ত্রকের ওয়েবসাইটে এই সংক্রান্ত নানান তথ্য আপলোড করা হলেও মাত্র দু’দিন পরই অদৃশ্য হয়ে যায় ওই নির্দিষ্ট পেজটি। ওয়েবসাইটের নির্দিষ্ট জায়গায় পরিষ্কার উল্যেখ করা হয়েছিল, ‘২০২০ সালের মে মাসের ১৭-১৮ তারিখে চীনা সেনাবাহিনী কংরং নালা, গোগরা এবং প্যাংগং লেকের উত্তরে ভারতীয় সীমান্তরেখা অতিক্রম করে।’ সরিয়ে নেওয়া তথ্যাবলীতে সীমান্তের উত্তেজনা প্রশমনে দু’পক্ষের নানান বৈঠকের কথা উল্লেখ ছিল। ছিলো আলোচনার প্রসঙ্গও।