আজকের খেলায় স্পেনের দল থেকে বাদ পড়লেন ইনিয়েস্তা !

কলকাতা টাইমসঃ
আজ রবিবার শেষ আটে যাওয়ার এ লড়াইয়ে লুঝনিকি স্টেডিয়ামে ভারতীয় সময় রাত ৮টায় মাঠে নামছে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও রাশিয়া। বাঁচা-মরার লড়াইয়ে কোনো রকম ছাড় দিতে নারাজ অন্যতম শক্তিশালী এই দল দু’টি। সেই লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে উভয় দলই। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে স্পেন একাদশে জায়গা পাননি তারকা মিডফিল্ডার আন্দ্রে ইনিয়েস্তা। এছাড়া রাশিয়ান ফরোয়ার্ড ডেনিস চেরিশও প্রথম একাদশের বাইরে রয়েছেন।
স্পেন একাদশ : ডেভিড দি গিয়া, জেরার্ড পিকে, নাচো, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, কোকে, আসেনসিও, ডেভিড সিলভা, ইসকো ও ডিয়েগো কস্তা।
রাশিয়া একাদশ : ইগোর আকিনফিভ, মারিও ফার্নান্দেস, ইলিয়া কুতেপভ, সার্জেই ইগনাশেভিক, ফেদর কুদরিয়াসভ, দালের কুজইয়ায়েভ, রোমান জবনিন, আলেকজান্ডার গলোভিন, ইউরি ঝিরকভ, আলেকজান্ডার সামেদভ ও আর্তেম জিউভা।